প্রতিনিধি ১২ জুলাই ২০২০ , ৫:২১:৩৯ প্রিন্ট সংস্করণ
মো,রাশেদুল ইসলাম( রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ
রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যান উপকমিটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জন্য করোনা প্রতিরোধক ও চিকিৎসা সামগ্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ শামীম কবির’র হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার (টোটন)।
করোনা প্রতিরোধক ও চিকিৎসা সামগ্রীর মধ্যে ছিল অক্সিজেন কনসেনট্রেটর ১টি,মাক্স ২ হাজার (২০ সেট) পিপিআই, স্যাভলন সাবান ১০০ টি, হ্যান্ড সেনিটাইজার ৫০টি।
বাংলাদেশের জেলার সবকয়টি হাসপাতালে বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামীলীগের সমাজ কল্যান উপকমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী’র তত্তাবধানে এই করোনা প্রতিরোধক ও চিকিৎসা সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে জেলা আওয়ামীলীগের কাছে।