• Uncategorized

    চুয়াডাঙ্গার পুলিশ সুপার সহ আরো দশ জন, করোনা পজিটিভ-দৈনিক অালোকিত ৭১ সংবাদ

      প্রতিনিধি ২ আগস্ট ২০২০ , ২:৩৭:২২ প্রিন্ট সংস্করণ

    নাহিদ সুমন-জীবননগর চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

    গত কাল ১ আগষ্ট রোজ শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাবে চুয়াডাঙ্গা জেলায় ৪৬টি নমুনা পরীক্ষা করে ফলাফল  ১০জন পজিটিভ। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম মহোদয় আক্রান্ত ব্যক্তিদের সহয়তায় মানবতার এক নজির স্হাপন করেছেন। এই প্রশংসনী কাজ করতে যেয়ে আজ স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। একজন করোনা যোদ্ধা হিসাবে চুয়াডাঙ্গাবাসী সবসময়ই আপনাকে পাশে পেয়েছেন।করোনা ভাইরাস মোকাবিলায় খাবার, অর্থ, চাল-ডাল অনুদান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিলি, সচেতনতা মূলক লিফলেট,মাইকিং, বাজার মনিটারিং সহ অসংখ্যা কাজ করেছেন এবং চুয়াডাঙ্গাকে মাদক নির্মূল করতে সর্বোপরি চেষ্টা করে যাচ্ছেন। ভাবীসহ পরিবারের ৩ সদস্য জ্বরে আক্রান্ত। নমুনা দিয়েছেন এবং স্বপরিবারে কোভিড (১৯) পজিটিভ হয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ