• Uncategorized

    চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক গুরুতর অসুস্থ

      প্রতিনিধি ১১ জুলাই ২০২০ , ২:৩৮:০৫ প্রিন্ট সংস্করণ

    মো, রাশেদুল ইসলাম, (রাশেদ)-চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

    চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা উত্তরা হাইকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

    প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় গত বুধবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে ইনফেকশন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নির্দেশে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উপস্থিত হয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক জ্যাকি হোসাইনসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।

    তবে অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়। বর্তমানে তিনি উত্তরা হাইকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের সদস্য এবং জীবননগর উপজেলা ছাত্রলীগে সবার কাছে দোয়া চেয়েছে,বাড়ির মানুষ সবার কাছে দোয়া চেয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ