প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:০৭:০৩ প্রিন্ট সংস্করণ
সৌরভ অাহমেদ শুভ-চুনারুঘাট উপজেলা রিপোর্টারঃ
দেশে চলমান ধর্ষনের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্ছ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী আজ সন্ধার পর হবিগন্জের চুনারুঘাট বাজারে মানববন্ধন বিক্ষোভ ও আলোকবাতি প্রজলন করা হয়,এতে
উপস্থিত ছিলেন চুনারুঘাট পৌর যুবলীগের আহাব্বায়ক এডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই, সায়েম তালুকদার ভাই সহ আরও অনেকই,
আয়োজনঃ তাহেরিয়া সুন্নি যুব সংঘটন, চুনারুঘাট অংশগ্রহণেঃ মানবিক তরুণ সোসাইটি, চুনারুঘাট।