দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় করোনার ৪ হাজার ডোজ ভ্যাক্সিন পৌঁছে গেছে। আগামী ৭ ফেব্রুয়ারী ২০২১খ্রিঃ থেকে এসব ভ্যাক্সিন প্রয়োগ শুরু হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারী) দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় হতে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক করোনার ৪ হাজার ডোজ ভ্যাক্সিন গ্রহণ করেন।ভ্যাক্সিনগুলো ইপিআই সংরক্ষণ রুমে সংরক্ষণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার এসব ভ্যাক্সিন প্রদান করা হবে।
ইতিপূর্বের করোনা যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিন পাবেন। এছাড়াও মোবাইলে সুরক্ষা এ্যাপের মাধ্যমে ৫৫ বছর বয়সের নিম্নে ব্যক্তিরা রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিন নিতে পারবেন। রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজন হবে এনআইডি কার্ড এবং ব্যক্তিগত মোবাইল নম্বর। ১৮ বছরের কম বয়সের নিচে ভ্যাক্সিন নেওয়ার সুযোগ নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, আগামী ৭ ফেব্রুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার ভ্যাক্সিন প্রয়োগ শুরু করা হবে। সকলকে রেজিষ্ট্রেশনের মাধ্যমে ভ্যাক্সিন নেওয়ার আহ্বান জানান।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.