দিনের পর দিন মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় পশু পাখিদের প্রতি অবহেলা অযত্ন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে৷ খাচায় বন্দি অযত্নের জীবন এখন যেনো হয়ে উঠেছে কোনো অপরাধীর সাজাদন্ড। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে বন্য প্রানীদের আটকে রাখা হয়েছে মানুষের বিনোদনের জন্য৷ এ এক এমন বিনোদন যা সৃষ্টির সেরা জীবের হাতে তৈরি বিনা দন্ডে পশুপাখিদের কারাগার।
চিড়িয়াখানায় গেলে চোখে পরে অসুস্থ ক্ষুধার্ত সিংহের নিরব ভাবে শুয়ে থাকা। দেখা মেলে অপরিচ্ছন্ন পরিবেশে সাদা ময়ুরের যে নির্বাক হয়ে অসুস্থ শরীর নিয়ে তাকিয়ে আছে অপলক৷ পেখন খোলার মতন জায়গাটুকুও নেই চিড়িয়াখানার কারাগারে৷ এছাড়াও ডানাভাঙা কালো গলার সারস, ক্ষুধার্ত বানর, হরিণ সহ আরও অনেক অবলা প্রাণী প্রতিদিন জীবনের সাথে লড়াই করে যাচ্ছে মানুষের বিনোদনের জন্য৷ এসব বোবা প্রাণীদের আর্তনাদ কি কখনো বন্ধ করতে পারবে এমন অসুস্থ বিনোদন?
লেখা: আশিকা জান্নাত
শিক্ষার্থী, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.