প্রতিনিধি ৪ এপ্রিল ২০২১ , ৩:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ
মুজিব শতবর্ষ স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বিশ্ব নাট্য দিবস নবনির্বাচিত মেয়র সংবর্ধনা উপলক্ষে চারঘাট পদ্মা বড়াল থিয়েটার আয়োজনে অনুষ্ঠান মালা অনুষ্ঠিত হয়েছে। ৩এপ্রিল শনিবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় চারঘাট ইলামিত্র মঞ্চে পদ্মা বড়াল থিয়েটার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদশা পরিচালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরু তে পদ্মা বড়াল থিয়েটারের দলীয় সংগীত আমরা নাটক করি সামাজ চিত্র তুলে ধরে, এ শিরোনামে গান পরিবেশন করি পদ্মা বড়াল থিয়েটার শিল্পীবৃন্দরা।পরে লোক নাট্য গবেষক গাজিবর রহমানের রচনা ও সাজেদুল করিমের নির্দেশনা নাটক নীলমনি অনুষ্ঠিত হয়।রাত ৮ টায় নবনির্বাচিত মেয়র একরামুল হক কে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন চারঘাট পৌর মেয়র একরামুল হক, চারঘাট ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা, চারঘাট পৌর আ’লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, চারঘাট পৌরসভা নবনির্বাচিত ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদ আলী, পদ্মা বড়াল থিয়েটারের সহসভাপতি গাজিবর রহমান, থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল কুদ্দুস, থিয়েটারের সাংগঠনিক সম্পাদক রবিন ইসলাম, থিয়েটারের অর্থ সম্পাদক রেজাউন মুবিন হক তন্ময়, থিয়েটারের প্রচার সম্পাদক কোশিক রায় সহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি এখলাস উদ্দিন লাভলু।