• আইন ও আদালত

    চারঘাটে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার-১

      প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৪ , ৭:৫৫:১৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    গতকাল ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাটের পল্লীবিদ্যুৎ মোড় হতে রাত ০৮:০৫ টায় একজন মাদককারবারিকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: নান্নু (৩১)। মো: নান্নু রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মো: মুর্শিদ আলীর পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম ও ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭:৪৫ টায় চারঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চারঘাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডস্থ পল্লীবিদ্যুৎ মোড়ে ঝিকড়াগামী পাকা রাস্তার দক্ষিণপার্শ্বে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

    এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম ও ফোর্স-সহ গতকাল ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭:৫০ টায় অভিযান পরিচালনা করে। এতে চারঘাট মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ০৮:০৫ টায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ অভিযুক্ত মো: নান্নু-এর দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ০১ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা-সহ তাকে গ্রেফতার করে। গাঁজা উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ