• আইন ও আদালত

    চাপাইগাছির বিল দখলকে কেন্দ্র করে ঝাউদিয়ায় দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি, গুলিবিদ্ধ-৩

      প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৪ , ৬:৫৫:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নে চাপাইগাছির বিলের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা
    মাজেদ গ্রুপের লোকজন বিলের দখল নিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইউনিয়নের মাজপাড়া গ্রামে মাজেদ গ্রুপের পক্ষে আরিফুল ইসলাম গ্রপ ও মজিদ মেম্বার গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩জন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা হলেন- মাজপাড়া গ্রামের আমির মণ্ডল, রবিউল ইসলাম ও জিয়ারত আলী। তাদের মধ্যে আমির ও রবিউল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে
    চিকিৎসাধীন। অবস্থার অবনতি হওয়ায় জিয়ারতকে
    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতানি শ্চিত করে ইবি থানার ওসি মামুন মাহমুদ। জানাগেছে, ঝাউদিয়া ইউনিয়নে চাপাইগাছির বিল দেড় কোটি টাকা দিয়ে ইজারা নেয় মজিদ মেম্বার। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে বিলের দখল নিতে মরিয়া হয়ে উঠে বিএনপির লোকজন। জেলা যুবদল নেতা মাজেদ ও ঝাউদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এক হয়ে বিলের দখল নিতে চেষ্টা করে আসছিল। কয়েকদিন আগে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে মজিদ মেম্বারকে তুলে নিয়ে যায়। এই সুযোগে প্রায় ৫শতাধিক লোক নিয়ে বিলের দখল নিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হামলা চালায় বিএনপি নেতা মাজেদ গ্রুপের লোকজন। গুলি করতে করতে তারা বিলের দিকে এগিয়ে যায়। এসময় মজিদ মেম্বার গ্রুপের লোকজন প্রতিরোধ গড়ে তোলে। দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষই গুলি ছুড়তে থাকে। স্থানীয় কয়েকজন জানান, দুইপক্ষ অন্তত ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাত ২টার দিকেও দুইপক্ষ মুখোমুখি অবস্থান করছিল। উভয় পক্ষই সশস্ত্র অবস্থায় রয়েছেন বলে জানান স্থানীয়রা কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মিজানুর রহমান ও ইবি থানার ওসি মামুন মাহমুদ জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। এর পরও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ