প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২১ , ৬:২৩:১৮ প্রিন্ট সংস্করণ
মো: জাকারিয়া খান জাহিদ, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরে করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে চলমান লকডাউনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির (হিজড়া সম্প্রদায়) মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে শেরপুর জেলা পুলিশ। ২৫ এপ্রিল (রবিবার) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গনে তৃতীয় লিঙ্গের ৪০ জন সদস্যের মাঝে ওই খাদ্য সহায়তা বিতরণ করেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু ও ছোলা। খাদ্য সামগ্রী বুঝে নেন জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার।
খাদ্য সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আলী, পুলিশ পরিদর্শক (অপরাধ) রেজাউল হক, সামাজিক সংগঠন জনউদ্যোগ আহবায়ক ও পুলিশ লাইন্স একাডেমির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তা পেয়ে জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।