"আপনার একটু সাহায্যই পারে শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দিতে" এ স্লোগানকে সামনে রেখে মানবতার অগ্রদূত,মানবিক সুপারহিরো, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, চিত্রনায়ক "DA Tayeb official fan club" এর উদ্যোগে শুরু হয়েছে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ।
এ উপলক্ষে, বুধবার (২০ জানুয়ারি) রাত ৯ ঘটিকার সময় ঢাকার বেইলি রোড এ শীতবস্ত্র বিতরণ করা হবে।
উক্ত শীতবস্ত্র বিতরন কার্যক্রমে সশরীরে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিবেন মানবতার সুপার হিরো নামে পরিচিত, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চিত্রনায়ক ডিএ তায়েব।এছাড়াও ইতিমধ্যে খুলনা বিভাগের বেশ কয়েকটি স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে "DA Tayeb official fan club" এর কার্যনির্বাহী সদস্য মোঃ আলমগীর হোসেন জানান, সারাদেশে আকস্মিক শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, সাধারন এবং হতদরিদ্র মানুষগুলো শীতে ভূগছে। চিত্র নায়ক ডিএ তায়েব ভাই সবসময় সাধারন মানুষের বিপদে পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় মানুষের শীত কিছুটা লাঘব করতে "DA Tayeb official fan club" এর উদ্যোগে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নেওয়া।
আমরা ইতিমধ্যে খুলনা বিভাগের কয়েকটি জায়গায় আমাদের শীতবস্ত্র বিতরন কার্যক্রম পরিচালনা করেছি। পর্যায়ক্রমভাবে আজ রাত ৯ টার সময় ঢাকার বেইলি রোড এ শীতবস্ত্র বিতরণ করা হবে।এছাড়াও পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করার হবে এমন প্রয়াস ব্যক্ত করেন তিনি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.