• জনপদ

    চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছে মেহেরপুর কুষ্টিয়ার যানবাহন ও সাধারণ মানুষ।

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২১ , ১০:৪৮:৪৩ প্রিন্ট সংস্করণ

    মেহেরপুর জেলা প্রতিনিধি:

    মেহেরপুর কুষ্টিয়ার মহাসড়কে চলাচল করা হয়ে উঠেছে খুব কষ্টকর।মেহেরপুর জেলার গাংনী থানার জোড়পুকুরিয়া নামক স্থানে রাস্তা এমন ভাংগা ভেংগেছে যে কোন গাড়ি চলাচল করতেই পারছে না। জনসাধারণ পড়েছে বিপদে।সারাদিনই দেখা মিলছে গাড়ি আটকে পড় থাকার চিত্র। মেহেরপুর কুষ্টিয়ার লেকাল বাস গুলো টাইম মতো গন্তব্যে যেতে পারছে না।

    আর সেই সাথে ঘোরপাকের মধ্যে রয়েছে এলাকা বাসি। বিশেষ করে সবজি লোড গাড়ি গুলো আটকা পড়ছে বেশি
    আবার অন্য দিকে বিকল্প রাস্তা দিয়ে যেতে যাবার সময় ও ফেঁসে যাচ্ছে অনেকেই। সব সময়ই চোখে মিলছে দু পাশে প্রায় একশত গাড়ি। প্রধানমন্ত্রীর কাছে, তাই সাধারণ মানুষের এবং গাড়ি চালকের দাবি যেন খুব তাড়াতাড়ি এই কষ্ট থেকে মুক্তি পাওয়া দেওয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ