প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ১০:৩০:১১ প্রিন্ট সংস্করণ
চতুর্থ ধাপে শুরু হয়েছে শেরপুর ও শ্রীবরদী পৌরসভার ভোট গ্রহণ:চলবে বিকাল ৪টা পর্যন্ত
চতুর্থ ধাপে পৌরসভা নির্বাচনে শেরপুর পৌরসভায় ইভিএম’র মাধ্যমে ও শ্রীবরদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও নিরাপত্তার চাদরে রয়েছে প্রতিটি ভোট কেন্দ্র। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।
নির্বাচন সুষ্ঠ করতে শেরপুর পৌরসভায় ৩৫টি ভোট কেন্দ্রের জন্য তিন টিম র্যাব, তিন প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং শ্রীবরদী পৌরসভায় ৯টি ভোট কেন্দ্রে ২৪জন র্যাব, দুই প্লাটুন বিজিবি, ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে উপস্থিত আছেন।
শেরপুরে ৭জন মেয়র, ৪৯জন কাউন্সিলর ও ১৮জন সংরক্ষিত আসনে এবং শ্রীবরদী পৌরসভায় ৪জন মেয়র, ৩২জন কাউন্সিলর ও ১৬জন প্রার্থী সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
শেরপুর পৌরসভায় মোট ভোটার ৭৫হাজার ৭শ ৩৮ জন এবং শ্রীবরদী পৌরসভায় মোট ২০হাজার ৯শ ৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।