চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম মহানগরীর স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের এইচপিভি টিকাদানের ধারাবাহিক কার্যক্রমের অংশ বিশেষ চট্টগ্রাম মহানগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডের ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ, খুলশী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খুলশী গ্রামার কেজি স্কুল, গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমী সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এই টিকা গ্রহণে অংশ নেয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সহ-সভাপতি মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকিম বিল্লাহ এই সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য উৎসবমুখর পরিবেশে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়।
সকল শিক্ষার্থীরা তাদের অনলাইন জন্ম নিবন্ধন এর মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে এই টিকা গ্রহণ করে। এই সময় শিক্ষার্থীদের সু শৃঙ্খল ভাবে টিকা গ্রহণে সহযোগিতা করেন ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ প্রধান শিক্ষিকা তিশা আক্তার মিম, সহকারি প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, সহকারি শিক্ষিকা আছিয়া আক্তার এবং গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমীর প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বাংলাদেশ কিন্ডারগার্টেন ওনার্স এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.