চট্টগ্রামের চাঁদগাঁও থানার খতিববাড়ী মাহবুব কলোনিতে এক প্রবাসীর জমি রাতের আঁধারে দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা যায়, গত শুক্রবার রাত ১টার সময় ভূমিদস্যু জমিরের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের সন্ত্রাসী গ্রুপ জোরপূর্বক কলোনির মেইন গেট ভাংচুর করে কেয়ারটেকারসহ বেশ কয়েকজন ভাড়াটিয়াকে মারধর করে জমিতে অবস্থান নেয়। পরবর্তীতে আহতদের একজন ৯৯৯ নাম্বারে কল করেও স্থানীয় থানার সহায়তা পাননি। সন্ত্রাসীরা ঘটনার সময় মাহবুব কলোনির কেয়ারটেকার নাসিমাকে একটি হাইস গাড়িতে তুলে নিয়ে যায় এবং গাড়িতে মারধর করে কুয়াইশ-অক্সিজেন রাস্তার মাঝামাঝি নির্ঝন স্থানে আহত অবস্থায় ফেলে রেখে যায়।
আহত অবস্থায় রাত ৩টায় নাসিমাকে টহল পুলিশ উদ্ধার করে। পরদিন শনিবার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নেন নাসিমা। এ বিষয়ে নাসিমা সাংবাদিকদের জানান,সন্ত্রাসীরা প্রথমে এসে কলোনির সব সিসি ক্যামেরা ভাংচুর করে, বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে এবং কলোনিতে ঢোকার মুখের ব্রিজ ও মেইন গেট উঠিয়ে ফেলে দেয় এবং আমাকে হত্যার লক্ষ্যে জমির, কাশেম, মানিকসহ অজ্ঞাত আরও কয়েকজন এলোপাতাড়ি মারতে থাকে। নাসিমা আরও বলেন, সন্ত্রাসী জমির গংদের হাতেপায়ে ধরে প্রাণভিক্ষা চাইলে তারা আমাকে পাশের একটি জঙ্গলে ফেলে চলে যায়। জমির মালিক প্রবাসী হানিফের ভাই মাহবুব বলেন, ভূমিদস্যু জমির ও তার সহযোগী শাহানু আমাদের মতো অসহায়দের জমি টার্গেট করে দখল করে এবং শাহানুকে দিয়ে বিভিন্ন পন্থায় একের পর এক জমি দখল করে নেয় এই চক্রটি।
আমাদের এই জমিতে কেউ যেন দখলের জন্য প্রবেশ না করতে পারে সেজন্য আদালত থেকে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; এরপরও এই ভূমিদস্যুরা রাতের আঁধারে জমি দখলে নিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী জানান, পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই ভূমিদস্যু জমির কোর্টে নারী নির্যাতন মামলা, হয়নানিমূলক মামলা করে। ভয়ভীতি দেখিয়ে হয়রানি করে বিভিন্নজনের জমি দখলে নেওয়াই তার মূল পেশা। এ বিষয়ে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে উপ-পুলিশ কমিশনার নর্থ মোখলেছুর রহমান সাংবাদিকদের জানান,জমি দখলের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.