প্রতিনিধি ৯ সেপ্টেম্বর ২০২২ , ৪:১১:১৯ প্রিন্ট সংস্করণ
হাবিবুর রহমান হাবিব-পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদির ঘোড়াশালে প্রাণ পাবলিক স্কুলের পশ্চিম পাস ঘেঁষে লালমাটিয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয় উজ্জীবন ক্লাব আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট 2022 এর ফাইনাল খেলা।খেলায় অংশগ্রহণকারী দল খালিশকার টেক নিউ ফ্রেন্ডস ক্লাব বনাম ঘোড়াশাল কিংস একাডেমি। খেলায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন আল মুজাহিদ হোসেন তুষার, মেয়র ঘোড়াশাল পৌরসভা। খেলার সভাপতিত্ত করেন মোঃ ফরহাদ হোসেন, কাউন্সিলর ৮নং ওয়াড ঘোড়াশাল পৌরসভা সহ বিভিন্ন নেত্রী বৃন্দরা।
খেলায় দর্শকদের কোনো কমতি ছিলোনা, মাঠের চার পাস ঘেঁষেই লাখো মানুষের ঢল নামে।মৌমাছিরা যেমন মধু সংগ্রহ করে চাকের মধ্যে বসে বন বন আওয়াজ করে তেমনি আজকের ফাইনাল খেলা দেখার জন্য দর্শকরা গুন গুন শব্দে অধির আগ্রহে বসে থাকে কখন খেলা শুরু হবে। খেলা শুরু হতে না হতেই আক্রমণ শুরু করে পলাশ উপজেলা পরিষদ এর সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ জাবেদ হোসেন এর একনিষ্ঠ দল ঘোড়াশাল কিংস একাডেমি। দুই দলের মধ্যেই ভালো খেলোয়াড়দের আগমন ঘটে।
খেলার ১ম আধ্যায় গোল শূন্য ড্র থাকলেও ২য় আধ্যায় পাল্টা পাল্টি লড়াইয়ের মধ্যে দিয়ে ফরেন খেলোয়াড় আল আমিন কামারার পা ঘেষা বল পাখির মত প্রতি পক্ষের জাল বুকে জরিয়ে ১/০ গোলে জয় পরাজয় এর ব্যবধান ঘটিয়ে ঘোড়াশাল কিংস ক্লাব কে এগিয়ে নিয়ে যায়।খেলা শেষ হওয়ার পুর্ব মুহূর্ত পর্যন্ত দুই দলই আক্রমণ করে কিন্তু ব্যবধান ঘটাতে পারেনি প্রতিপক্ষ নিউ ফেন্ডস ক্লাব ফলে শেষ পর্যন্ত জয়ের মালা গলায় নিয়েই বাড়ি ফিরে ঘোড়াশাল কিংস একাডেমি।