প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ৪:৫১:০৬ প্রিন্ট সংস্করণ
ঘটনা সুত্রে জানা যায়,
গত ৪ ই মার্চ রাত্রিবেলা হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে রাখেশ আহমেদ( ২৪) রানীগঞ্জ বাজারে প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে রামপুরা টুবঘরিয়া নামক স্থানে দশ বারোজনের ডাকাত দল তার পথরোধ করে।
এবং তার কাছে থাকা মোবাইল ফোন নগদ টাকা এবং একটি অ্যাপাচি আরটিআর 150 সিসি মোটরসাইকেল নিয়ে নেয়।
এরপরে মোটরসাইকেলটি গোপনে খোঁজাখুঁজি করার সময় ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউপি সদস্য( ৭ নং ওয়াড) পুত্র রুহুল আমিন( ৪০)। কুন্দারামপুর, সে মোটরসাইকেলটি বের করে দিবে মর্মে রাকেশ আম্মাদের নিকট ৫০ হাজার টাকা দাবি করে এবং ৫০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলটি ফেরত দেওয়ার অঙ্গীকার করে।
এই সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার পুলিশ রুহুল আমিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।
এবং সে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মোটরসাইকেল ডাকাতদলের সন্ধান পেয়ে যান
এবং সেই সুবাদে চৌরগাছা গ্রামের মোহাম্মদ মনোয়ার হোসেন, পিতা মোস্তফা ২। সাইদুর রহমান পিতা আবদুল কালাম তাদেরকে ৪ ই মার্চ গ্রেপ্তার করেন এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ডাকাতির ঘটনার সত্যতা সহ ডাকাতির মালামাল মোটরসাইকেল আরটিআর অ্যাপাচি 150cc মোবাইল ফোন এবং টাকা উদ্ধার করে আসামিকে ডাকাতির মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।