কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্বামী সৈয়দুর রহমান (৩২) নামের এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩) নামের অপর রোহিঙ্গা নারীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)।
গতকাল শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনছিপ্রাংয়ের পুটিবনিয়া রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা শিবিরে আশ্রিত হামিদুর রহমানের ছেলে।
১৬ এপিবিএন এন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, বেশ কিছুদিন আগে তারা বিয়ে করে শিবিরে সংসার করে আসছিল। হঠাৎ করে পারিবারিক কলহ সৃষ্টি হয় এ দম্পতির মাঝে। এরই প্রেক্ষিতে দুপুরে বাইরে থেকে ফিরে বাড়িতে ঘুমিয়ে পড়েন সৈয়দুর। এই সুযোগে তার স্ত্রী বাড়িতে দা দিয়ে স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করে।
এতে শোর চিৎকার হলে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এসপি তারিক জানান, তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.