কপিল উদ্দিন জয়-বান্দরবান জেলা প্রতিনিধিঃ
পার্বত্য বান্দরবান জেলা নাইকক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন রেজু আমতলী ৮ নং ওয়ার্ডে বন আঞ্চল থেকে নেমে আসা ছোট্ট নদী (খাল) থেকে মেসিন দিয়ে ড্রেসিং করে অবৈধ ভাবে তোলা হচ্ছে বালি (বালো)। নেই কোনো পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের অনুমতি এমতাবস্থায় ভারী বিষ্টি হলে বেঙ্গে যেতে পারে নদীর পাড়, একি নদীতে রয়েছে ৪ টি বালি উত্তলনে পয়েন্ট, এস্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মেম্বার, জাহেদুল আলম,মৌওলা, এই সব প্রভাব সালি দের নেতৃত্বে তুলাহয় এ সব বালি।
এস্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মেম্বার এর কাছ থেকে মুঠোফোনে বালি উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার একটি ইট ভাটা রয়েছে এবং মৌওলার ও একটি ইট ভাটা আছে আমরা সবাই অল্প করে বালি উত্তলন করতেছি সামনে সিজনের ইট ভাটায় ব্যাবহার করার জন্য তবে আমরা কেউই পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ থেকে অনুমতি নেয়নি। এদিকে জাহেদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, তিনি বিষয় টি অস্বীকার করে,
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.