গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল-বাঙালি কৃষকের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম সাঁওতাল পল্লীর ১ হাজার ৮৪২.৩০ একর জমিতে সেচ পাম্পে সহজ শর্তে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের দাবিতে আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে কাটামোড় এলাকায় কৃষকের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি ভূমি রক্ষা সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাটামোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী অঞ্জলী রাণী দেবী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, ওয়ার্কাস পার্টি মার্কসবাদি নেতা মৃনাল কান্তি বর্মন, আদিবাসী নেতা সুবল হেমব্রম, প্রিসিলা মুরমু, তৃষ্ণা মুরমু, সমাস হেমব্রম, শরিফুল ইসলাম, হাজী নুরুল ইসলামসহ অন্যান্যরা। সমাবেশটি সঞ্চালনা করেন আনিছুর রহমান ময়নুল।
সমাবেশে বক্তারা, সাহেবগঞ্জ-বাগদাফার্ম সাঁওতাল পল্লীর ১ হাজার ৮ শত ৪২.৩০ একর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক সেচ পাম্পে সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের দাবি জানান। পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক সেচ পাম্পে সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহ না পেলে এ দাবী আদায়ে আগামীতে আরো কঠোর আন্দোলন পালন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।#
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.