• রংপুর বিভাগ

    গোবিন্দগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

      প্রতিনিধি ২২ আগস্ট ২০২২ , ৪:১১:৪৮ প্রিন্ট সংস্করণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ধানের জমিতে সেচ দেয়ার সময় বজ্রপাতে হায়দার আলী (৫০) নামে এক স্থানীয় কৃষকের মৃত্যু হয়েছে। ২২ আগস্ট সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে । মৃত হায়দার আলী উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

    এ বিষয়টি নিশ্চিত করে উপজেলার হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বিপ্লব স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের জানান, বাড়ির পাশে ধানের জমিতে পানি নেয়ার কাজ করছিলেন হায়দার আলী। দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় সে হায়দার আলী ঘটনাস্থলেই মারা যান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ