জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁবিবিতে শিরতা রফিকুল্লা দাখিল মাদরাসায় গোপনে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে মাদরাসার সভাপতি আবু বক্কর সিদ্দিক ও আওয়ামেলীগ সাধারন সম্পাদক জিহাদ মন্তলের বিরুদ্ধে। শারিতা গ্রামের লাভলী বেগুম নামের ওই ভুক্ত ভোগী
গত (২৫ সেপ্টেম্বর) মহা পরিচালক মাদরাসা শিক্ষা অধিদপ্তর ঢাকা জয়পুরহাট জেলাসহ ছয়টি দপ্তরে অনুলিপি দিয়েছেন৷
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (১৪) আগস্ট) দৈনিক জনতা আঞ্চলিক মক্ত খবর পত্রিকায় চতুর্থ শ্রেণির তিনজন কর্মচারীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে এসব পত্রিকা এলাকায় আসে না। নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি নোটিশ বোর্ড ও উপজেলা শিক্ষা অফিসে টাঙানো হয়নি।
অভিযোগ কারী লাভলী পারভিন জেলার আওলাই ইউনিয়ন
সংরক্ষিত মহিলা সদস্য ১/২/৩) নং ওয়াডের প্যানেল চেয়াম্যন আওলাই ইউনিয়ন পরিষদ ৷ তিনি নিয়োগ বাণিজ্য ও অনিয়মের বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন৷ অভিযোগে বলা হয়৷ স্থানী এমপির ডিও লেটার নিয়ে ম্যনেজিং কমিটির সভাপতি আবুক্কার সিদ্দিক মাদরাসার সুপার রফিকুল আলমের যোগসাযগে মাদরাসায় ফ্যাসিলিটিজ বিল্ডিং করে দিবে বলে ৩টি পদে প্রার্থী র্নিবাচন করে প্রার্থীদের নিকট হইতে সর্বমোট চোয়াল্লিশ লক্ষ টাকা ম্যনেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউনিয়নের চেয়াম্যন জিহাদ মন্ডলের নেতৃত্বে গ্রহন করে গত (২৩ সেপ্টেম্বর) শুক্রবার সরকারি ছুটির দিনে গোপনে বোর্ড গঠন করে বলে অভিযোগ করেন৷
ছুটির দিনে গোপনে নিয়োগ বোর্ড হচ্ছে স্থানীয়রাসহ লাভলীর স্বামী দেওয়া টাকা ফেরত চাইতে গেলে মাদরাসার সভাপতি আবু বক্কর সিদ্দিক ও কুসুম্বা ইউনিয়ন চেয়াম্যন জিহাদ মন্ডলের র্নিদেশ নিয়োগ প্রাপ্ত তিন জন প্রার্থীর লোকজন লাভলীর স্বামী সাইদুলকে বেধরক মারপিট করে জখম হলে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন৷ এলাকায় তোপের মুখে পরে ওই নিয়োগ বোর্ড বাতিল হয়েছে বলে তারা জানান৷ শারিতা গ্রামের মনোয়ার হোসেন আজিজার রহমান আরও অনেকেই সহিদুল অভিয়োগ করে বলেন ওই মাদরাসায় আমার বাবা জমি দিয়েছে বর্তমান সেই জমির দাম কয়েক লক্ষ টাকা আজ আমার চাকুরির জন্য আমার বাাব জিহাদ মন্ডলকে ৮ লক্ষ টাকা দিয়েও আমাকে চাকুরি দেওয়া হয় নি।
জিহাদ মন্ডল অন্য পাটির কাছ তেকে বেশি টাকা নিয়ে গোপনে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের পর্বে আমাদের টাকা ফেরদ দিয়েছে টাকা ফেরত দিলেও আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তারা এমন প্রত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আমাদের জেলায় আসে না তাই আবেদন কারর সুযোগ থেকেও আবেদন করতে পারিনি৷ শুনলাম গোপনে ২৩ তারিখ শুক্রবার ছুটির দিনে নিয়োগ বোড হচ্ছিলো সংঙঘের কারনে বোড বাতিল হয়েছে৷ ভাই কি আর বলবো বোঝানোর ভাষা নেই৷ একই গ্রামের সাজু জানায় বিজ্ঞপ্তি পর্বেই আমি অফিস সহাক পদে চাকুরির আসায় জমি বন্ধক রেখে সারে তিন লক্ষ টাকা দিয়েছিলাম শারিতা দাখিল মাদ্ররাসার সভাপতি ও আওয়ামেলীগ সাদারন সম্পাদক জিহাদ মন্ডলকে সাজু বলেন এই টাকা দিয়েছি দলিয়ও পার্টি অফিসে পরে গোপনে বিজ্ঞপ্তি দিয়ে আমাদের টাকা ফেরত দিয়েছে৷ সেই টাকা ফেরত দিলেও সেই ক্ষত পুরুন করতে পারিনি৷ আল্লাহ যেনো এদের বিচার করে৷
এসকল অভিযোগের কপি অনুলিপি ভিডিও অডিও বক্তব্য রেকট প্রতিবেদকের কাছে সংগ্রহে রয়েছে৷ শিরাতা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেন বলেন, ‘গ্রামের মাদরাসা হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে কেউ জানে না। তাই গ্রামের প্রার্থীরা আবেদন করতে পারেননি। নিয়োগ বাণিজ্য করতে প্রধান শিক্ষক ও সভাপতি শুধু নিজের পছন্দের ব্যক্তিদের আবেদন করিয়েছেন।’মাদরাসার সুপার রফিকুল আলম বলেন, ‘বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকা দুটি এলাকায় আসে না জানি। কিন্তু অনেকেই তো ওই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দিচ্ছে।’ বোর্ডে বিজ্ঞপ্তি না টাঙানোর বিষয়ে বলেন, ‘ভুলবশত দেওয়া হয়নি।’ নিয়োগের বিষয়ে আমি কিছু বলতে পারব না সভাপতি সব বলতে পারবে৷৷ জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম বলেন লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে জেলা শিক্ষা অফিসার কে দায়িত্ব দেওয়া হয়েছে৷
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.