প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ২:০৯:০৫ প্রিন্ট সংস্করণ
গোধূলি বেলার বুলবুলি
কলমে-কানিজ তানজিমা ববি
জীবনের কিছু কিছু সময় একা থাকাটা খুব জরুরী।
নিজের মতো করে ভাবা, একান্তই নিজের কথা ভাবার জন্য একা হয়ে যাওয়াটা ভিষণ দরকার।
এমন এক গোধূলি বেলায় একা বসে আছি ছাদে।
কোত্থেকে এক বুলবুলি এসে বসল শুকিয়ে যাওয়া সুপারী গাছটার মগডালে।
বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে হেলেদুলে কি যেন কি বলছে আমার দিকে তাকিয়ে!
আমি তো বাপু, পাখিদের ভাষা বুঝিনা!
কিভাবে বুঝবো,কি বলছে বুলবুলি টা আমায়…?
সুপারি গাছ থেকে এবার উড়ে এসে বসলো ট্যাংকির পাশের পাইপটার উপর!
বারবার আমার দিকেই তার দৃষ্টি,
কিচিরমিচির চলছে নানান কথার ফুলঝুরি!
বুঝিনি কিছুই যা বলেছিস মোরে!!
এই পাখিরা আমার খুবই প্রিয়।
প্রায় কথা বলি ওদের সাথে একা,একান্ত নিভৃতে!
তারা যা বলে,বলে…!
আমি বুঝি আমার নিজের মতো করে!
হৃদয়ের টানে নাকি মায়ার বাঁধনে
টেনে নিয়ে যায় মন বারংবার ঐ বুলবুলির পানে।
হেঁসে বলি,”আজ তবে আসিরে,আবার দেখা হবে কোনো এক গোধূলিক্ষণে!!!”
কানিজ তানজিমা ববি