• Uncategorized

    গোদাগাড়ী তে আ.লীগের (স্বতন্ত্র ) মেয়র মনিরুল ইসলাম বাবুর জয়

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২১ , ৩:২২:৫১ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলাম বাবু বিজয়ী হয়েছেন।  তিনি বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।মনিরুল ইসলাম বাবু ভোট পেয়েছেন ৮ হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির মনোনিত গোলাম কিবরিয়া রুলু তার ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৯৩ ভোট।

    আর আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অয়েজ উদ্দিন বিশ্বাস তার নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী নেতা ড. ওবায়দুল্লাহ তার জগ প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ৭৭৪ ভোট। এ পৌরসভায় ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহন করা হয়।গোদাগাড়ী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন ও নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী রয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ