মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার (১৩মে ২০২২) বেলা আনুমানিক ০৩ টার দিকে উপজেলার বসন্তপুর ড্রাগন বাগানের সামনে এই ঘটনাটি সংঘটিত হয়।
নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর লক্ষীপুর ও কোর্ট স্টেশন এলাকার জাহিদ হাসান (২৫) ও এমাজউদ্দিন (২২)।
পুলিশ জানায়, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে বসন্তপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহী গামী একটি মালবাহী ট্রাক গোদাগাড়ী গামী মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পাশে গাছে আটকে যায়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ নিয়ে আসা হয়।
গোদাগাড়ী মডেল থানার কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শুক্রবার বেলা ৩ টার দিকে মহাসড়কের বসন্তপুর এলাকায় একটি ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে খবর পাই। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয় । মরদেহ দুটি থানায় নিয়ে আসা হচ্ছে ।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.