প্রতিনিধি ২ মে ২০২৪ , ১১:০৫:১৮ প্রিন্ট সংস্করণ
সৈয়দ মাহমুদ ভাই-নিজস্ব প্রতিবেদক:
তীব্র তাপদাহ থেকে বাঁচতে ও টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর গোদাগাড়ী ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১মে) বিকেল৪.০০টার দিকে গোদাগাড়ী উপজেলা সংলগ্ন রেলগেট বাইপাস মোড়ে গোদাগাড়ী উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী মোঃ ওয়ালিদুর রহমানের আয়োজনে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়। এসময় বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃসোহেল রানা,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা গোদাগাড়ী উপজেলা শহিদুল ইসলাম কিশোর।
বিভিন্ন তরুণ প্রজন্ম,শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেয়া হয়। বাইপাস মোড়ে কয়েকটি বৃক্ষরোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান সাগর এসময় তিনি বলেন, ছাত্রলীগের কর্মসূচি এটি সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে তারই ক্রম অনুযায়ী গোদাগাড়ী উপজেলা তে বৃক্ষ রোপণ পালন। বৃক্ষরোপণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা। বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী স্টুডেন্ট কমিউনিটির আহবায়ক মামুন জামান, যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন রনি, গোদাগাড়ী উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মোঃ তাসরিফ কবির রিফাত, ও সাধারণ সম্পাদক খন্দকার আলিফ হোসেন জিহাদ সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের নেতা কর্মী বৃন্দ।