প্রতিনিধি ২২ জুলাই ২০২০ , ১১:৫৯:৫৯ প্রিন্ট সংস্করণ
গৃহ সংসার
লিখিকাঃ ফাহিমা আক্তার জুলিয়া
এ গৃহ সংসারে কেউ তো কারো নয়
ক্ষনিকের পথ চলায় তোমার দেহের ক্ষয়
ভালবেসে যাকে তুমি করতে চাইবে জয়
সে বলবে অল্প হেসে তুমি আমার নয়
যখন বলবে ভালবেসে একটু খানি পাশে বসে
তখন বলবে দাঁড়িয়ে থাকো,পর পুরুষ যদি দেখো
কেমনে তুমি করবে ঘর
সবাই তোমার স্বার্থপর
সরল ছলে তুমি বলো
আরে বাবা বসি চলো
চাইবে তুমি কাজ করে সবকিছু ভুলতে
তখন দেখবে আসবে সবাই নানান শাক তুলতে
যাবে তুমি উনুন ঘরে,রান্না করে হাত পুড়াতে
স্বাদ করে খেয়ে দেয়ে,বলবে তোমায় কী দেখো চেয়ে?
তীক্ষ্ণ কন্ঠে যদি বল,তোমরা সবাই অহংকারী
ফাসিয়ে তোমায় বলবে এ তোমারই প্রতিচ্ছবি।
সারা বছর করবে তুমি সকলেরই সেবা
অসুস্থ হয়ে বসে আছো সাহায্য করবে কেবা?
দিন শেষে শুনতে হয় সারাদিন কি করো তুমি
আজ আর থাকছি না ছেড়ে যাচ্ছি তোমার এই ভূমি।
ঐ পাড়ে গিয়ে যদি পাই আমি ঠাই
মনে করবো গৃহ সংসারে আমার কিছু নাই!!
বাবা,মা,ভাইবোন আমার ছেলে মেয়ে
থাকো সবাই মিলে মিশে আমার সেই গৃহে।
চলে যাচ্ছি ফাঁকি দিয়ে কাজ রেখে দূরে
তোমাদের কাজের মধ্যে আমায় পাবে ফিরে।
আসবো না জানি হায় তোমাদেরই মাঝে
দেখবে না আমায় আর ঘামের ই সাজে।
ডাকবোনা তোমাদের খাবারের বেলা
এখন কীভাবে সইবে ক্ষিদের এ জ্বালা।
আমার সংসারে এখন বসেছে অবহেলার মেলা
বুঝবে তোমরা আমি কী করেছি কখনো কাজের ই হেলা!!
এখন আমি বলবো সংসার কার?
তোমরা বলবে তোমার,ফিরে এসো বারবার।
আমি বলবো আসবো না আর,
এ হলো গৃহ সংসার।