• শিক্ষা

    গুচ্ছ পদ্ধতির বাইরে হবে ইবির পাঁচ বিভাগের ভর্তি পরীক্ষা

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ১:৪১:২২ প্রিন্ট সংস্করণ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ৫টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং এ ইউনিটে নতুন অন্তর্ভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে।

    এছাড়া এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ। এ পাঁচটি বিভাগের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট এবং বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ