আসিফ খন্দকার:
পুরো নাম পূর্ণিমা ভদ্র।বাবা গনেশ চন্দ্র ভদ্র।মা সবিতা ভদ্র।বাসবাস মধুপুর,টাঙ্গাইল। কুমুদিনী সরকারি মহিলা কলেজ থেকে এবার এইচ.এস. সি দিয়েছে। গান কিভাবে শুরু এমনটা জানতে চাইলে সে জানায়,"ছোট থেকেই আমি গান শিখি,বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং অনেক সম্মাননা এবং সার্টিফিকেট অর্জন করেছি।উপজেলা,জেলা পর্যায়,আন্তঃ বিভাগ পর্যায়ে পুরষ্কার পেয়েছি।আর নাচের ক্ষেত্রে আমি প্রফেশনাল নই।নাচ করতে ভালোবাসি তাই মাঝে মাঝে বিভিন্ন গানে নাচ কভার করে থাকি।
তবে ২০১৮ সালের পর বিভিন্ন ব্যস্ততা ও পড়াশোনার কারণে আর কোথাও অংশগ্রহণ করা হয়ে উঠেনি।সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমা তার গানের জন্য বেশ প্রশংসিত। বিভিন্ন জনপ্রিয় গানের কভার করে আপলোড করে সে।সেসব কভার সংগীত প্রেমিদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।ভবিষ্যত পরিকল্পনা কি জানতে চাইলে সে বলে," ইচ্ছে আছে পড়াশোনার পাশাপাশি গান নিয়ে এগিয়ে যাওয়ার,আরো ভালোভাবে গান শিখতে চাই। তার জন্য দৈনিক আলোকিত ৭১ সংবাদের পক্ষ থেকে অনেক শুভ কামনা রইলো।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.