প্রতিনিধি ৩ নভেম্বর ২০২১ , ৪:১১:২৯ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্কঃ
গাজীপুরে শ্রীপুর উপজেলায় তেলিহাটি এলাকায় একটি কেমিক্যাল নামক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটেছে। বুধবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও ভালুকা, গাজীপুরসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিষয়টি শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রায়হান নিশ্চিত করেন।
আজিজ কেমিক্যাল কারখানার কর্মকর্তা ফয়সাল আহমদ যুগান্তরকে জানান, হঠাৎ করে ব্লিচিং পাউডারের গুদাম থেকে কারখানায় আগুনের সুত্রপাত হয়। কিছু বুঝে ওঠার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।