প্রতিনিধি ১৯ মে ২০২২ , ১১:২৭:৫৫ প্রিন্ট সংস্করণ
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে অন্তর ইসলাম(২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বামন্দী ক্যাম্প পুলিশ। উপজেলার বামন্দী বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটক অন্তর ইসলাম কুষ্টিয়া দৌলতপুর বাহির মাঝি সদরঘাট এলাকার মনির উদ্দিনের ছেলে।
বামন্দী ক্যাম্প পুলিশের ইনচার্জ মীর শরীফ হাবিব জানান,উপজেলায় বামন্দী বাস স্ট্যান্ডে এলাকায় মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমি ও এএসআই শেখ বিপ্লব হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক কারবারি অন্তর ইসলামকে আটক করা হয়।এ সময় তার নিকট থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান,আটক অন্তর ইসলামের নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।