মোঃ লিখন-মেহেরপুর জেলা প্রতিনিধি:
'কোরআন দিয়ে গড়বো দেশ,মাদক হোক নিরুদ্দেশ '
এ প্রতিপাদ্য নিয়ে মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে কেরাত, ইসলামি সংগীত ও সুরা ফাতিহার উপর তিন মিনিট বক্তব্য প্রতিযোগিতা। উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী চলে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন অত্র উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সাবেক শিক্ষক হাজী মো: সামসুজ্জোহা (বিএসসি) এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করমদি দারুচ্ছুন্নাহ নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো: শওকত আলী।
কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উপজেলার রামদেবপুর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো: আল শাহরিয়ার।।দ্বিতীয় স্থান অধিকার করেন একই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন এবং তৃতীয় স্থান অধিকার করেন সাতিয়ান হাফেজিয়া কওমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো: আরাফাত আলী।
অনুষ্ঠানে উপজেলার বারোটি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নয় জন বিজয়ীকে ইসলামী বই উপহার দেওয়া হয়।
আবার তিন বিভাগের প্রথম স্থান অধিকারিদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে যিনি প্রথম হয়েছেন তিনি পেয়েছেন ৫ হাজার টাকা,দ্বিতীয় ৩ হাজার টাকা ও তৃতীয় ২ হাজার টাকা।
এছাড়াও কোরআন পাঠশালার উদ্যোগে কুইজ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে ইসলামী বই উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার ছয় মসজিদের সম্মানিত ইমাম ও হাফেজগন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,এই ধরনের ব্যতিক্রমী একটি অনুষ্ঠান সত্যি আমাদের মন জয় করেছে।এই ধরনের অনুষ্ঠান খুব কম লক্ষ্য করা যায়।তাছাড়া এই চার গ্রামে আজ পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান দেখেছিলাম না।যারা এর আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে উপজেলা সকল মাদ্রাসা নিয়ে যাতে এর চেয়ে আরও ভালো অনুষ্ঠান উপহার দিতে পারে এই দোয়া করি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাকিবুল ইসলাম কবি,মাহবুব তানিম ও বিপ্লব হোসেন। অনুষ্ঠানে অত্র এলাকার শিক্ষক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.