কপিল উদ্দিন (জয়)-বান্দরবান জেলা প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী বৃহত্তর গর্জনিয়া বাজারে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারী নির্ধারিত বাজার সেট গুলো অবৈধভাবে দখল করে রেখেছে কিছু অসাধু ব্যবসায়ীরা। এর ফলে গর্জনিয়া-কচ্ছপিয়া দুই ইউনিয়নসহ পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি, বাইশারী ও সদর ইউপির আশপাশের এলাকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য সড়কের উপর বিক্রি করেন কৃষকরা। ব্যবসায়ীরা জানান বৃহস্পতিবার ও সোমবার বৃহত্তর এ গর্জনিয়া বাজারে সাপ্তাহিক দুই দিন হাট বসে এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
প্রতি হাট বারে বাজারটির প্রধান সড়কে কৃষকেরা তাদের জন্য নির্ধারিত বরাদ্দকৃত বাজার সেটে অবৈধ দখলদারদের জন্য বসতে না পেরে সড়কেই বিক্রি করতে হচ্ছে তাদের উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য। এ কারণে যানজট সৃষ্টি হওয়ায় কৃষকদের দ্রুত বিক্রি করে দিতে হচ্ছে বাজারে আনা সবধরনের তরিতরকারিসহ বিভিন্ন কৃষিপণ্য। সড়কে বসে কৃষিপণ্য বিক্রি করায় একদিকে কৃষকেরা ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্যদিকে সড়কে কৃষিপণ্য বিক্রির ফলে নিয়মিত যানজটের কবলে পড়ে দিশেহারা সাধারণ মানুষ ও পথচারীরা।
আবার মাঝেমধ্যে সড়কে যানজটের কারণে পুলিশ,বিজিবি সহ রাষ্ট্রে নিয়োজিত বাহিনীর লাঠিপেটা খেতে হচ্ছে নিরীহ কৃষকদের। স্থানীয় কৃষক মিলন দাশ,মোঃ হোসেন জানান, কৃষিনির্ভরশীল এসব এলাকার মানুষের মাঝে যেন এক আতংকের নাম ঐতিহ্যবাহী এ গর্জনিয়া বাজার। কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মোঃ ইসমাইল নোমান বাজারে যানজট ও কৃষকদের সড়কে কৃষিপণ্য বিক্রি দীর্ঘ দিনের প্রধান এ সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহন করলেও সে ব্যর্থ হয়েছেন। গর্জনিয়া ও কচ্ছপিয়ার কৃষকরা রামুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রণয় চাকমাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.