• সাহিত্যে

    ‘গরিবের ছেলে’ কলমে-আসিফ

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ৪:৩৩:২২ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ গরিবের ছেলে
    কলমে-আতিকুল ইসলাম আসিফ

    বন্ধু আমি পেয়েছি অনেক, সময় মতো নয়,,,
    একটু খানি বিপদ আসলে দৌড়ে পালায়।
    স্বার্থের সমাজে বাস করি গরীব এক ছেলে,,,
    দিন মুজুরি আমার বাবা কখনো আবার জেলে!

    এমন সমাজে বাস করি আমরা সবাই,,,
    যে সমাজে গরিব মানুষের কোনোই মূল্য নাই।
    বন্ধু বলো বান্ধব বলো যতো আছে শিষ্টাচার,,,
    সত্য কথা বলেনা তারা শুরু হলে বিচার।

    বিনা দোষে দোষী হই সমাজের চোখে,,,
    বড়লোকের ছেলে দোষ করলে দেখে নাকো লোকে!
    একটি কথা ভাবে না তারা করে না যে হুঁশ,,,
    গরিব হলেও আমরাও তো তোমাদের মতোই মানুষ।

    গরিবের ঘড়ে জন্ম তাই সবাই করে হেলা,,,
    হয়তো এভাবেই কেটে যাবো আমাদের বেলা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ