প্রতিনিধি ২৪ মে ২০২১ , ৩:২০:২০ প্রিন্ট সংস্করণ
সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী ৭ দিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। বিজ্ঞানিদের ভাষায় এই সময়কে বলা হচ্ছেঃ
(EQUINOX) This is an Astronomical event where the Sun is directly positioned above the Earth’s equator.
তাই দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসে কক্ষে থাকার চেষ্টা করুন।এই সময় তাপমাত্রা ৩৫ – ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।
সংগৃহীত