• খেলা

    খেলা দেখার জন্য ছেলের বিয়েতে এলেন না বাবা-মা

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ৩:৪০:৫৯ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    বিয়ের অনুষ্ঠানে আর কেউ থাকুক কিংবা না থাকুক বর-কনের বাবা-মা অবশ্যই উপস্থিত থাকেন। কিন্তু বিয়েতে নিমন্ত্রণ পেয়ে সবাই উপস্থিত। শুধু এলেন না বরের বাবা-মা! সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে এক যুবকের সঙ্গে।সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক কমিউনিটি ফোরাম রেডিটে এই ঘটনা শেয়ার করেছেন এক তরুণী। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বৃহস্পতিবার ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

    ওই তরুণী রেডিটে লিখেছেন, সপ্তাহ দুয়েক আগে আমার বোনের বিয়ে ছিল। তিন মাস আগেই সেই বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু আগে থেকেই বরের বাবা-মা জানিয়ে রেখেছিলেন তারা বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। কারণ বিয়ের সময় চলবে একটি খেলা। সেই খেলা দেখার জন্যই ছেলের বিয়েতে থাকতে পারবেন না তারা। দু’সপ্তাহ ধরে চলা প্রতিযোগিতার জন্য নিজের ছেলের বিয়ের দিন আসেননি তারা।সূত্রঃযুগান্তর।

    ওই তরুণী আরও জানান, বিয়েতে ফুল আনার দায়িত্ব ছিল বরের মা-বাবার। কিন্তু তারা উপস্থিত থাকবেন না বলে সেই দায়িত্বও নেননি।ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। খেলা দেখার জন্য ছেলের বিয়েতে না থাকায় নেটমাধ্যমে বরের বাবা-মায়ের কপালে জুটেছে ‘খারাপ’ তকমা। তবে কোথায় এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ