প্রতিনিধি ২২ আগস্ট ২০২০ , ৭:০৫:১১ প্রিন্ট সংস্করণ
মোঃ আমিরুল ইসলাম পিয়াল-খুলনা জেলা প্রতিনিধিঃ
১৫ আগস্ট শহীদদের নিয়ে ব্যতিক্রমী দেওয়ালচিত্র নজর কাড়ছে খুলনার মানুষের। নগরীর শিববাড়ি মোড় থেকে রেলস্টেশন পর্যন্ত খুলনা-যশোর মহাসড়কের পূর্বপাশে রেলওয়ের দেওয়ালে আঁকা হয়েছে এসব চিত্র।
সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের বড় আকৃতির ছবি ও পরিচয় তুলে ধরা হয়েছে। পৃথক আরেকটি অংশে তুলে ধরা হয়েছে ১৯৫২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর বিভিন্ন প্রতিকৃতি। খুলনা মহানগর যুবলীগ এ উদ্যোগ নিয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এসব দেওয়ালচিত্র স্থাপন করা হয়। এতে রংতুলির পাশাপাশি ডিজিটাল প্যানাফ্লেপের সাহায্য নেওয়া হয়েছে। ১৫ আগস্ট দেওয়ালচিত্রগুলো উন্মুক্ত করা হয়। এরপর থেকে আগ্রহভরে এসব দেখছে মানুষ।