• Uncategorized

    খুলনার, তেরখাদায় মশুনদিয়া খালের বাঁধ কেটে দেওয়ায় ক্ষতিগ্রস্থ চাষীরা

      প্রতিনিধি ২৯ মে ২০২১ , ১:৪২:০০ প্রিন্ট সংস্করণ

     

    খুলনা জেলার তেরখাদা উপজেলার ভূতিয়ার বিল এ অঞ্চলের মানুষের এক দুঃখের নাম। দীর্ঘ প্রায় তিন যুগ এই বিলটি জলমগ্ন থাকায় এলাকার কৃষিজীবী মানুষেরা সম্মুখীন হয়েছেন অপূরণীয় ক্ষতির।বেশ কয়েকটি খাল এই বিলের সাথে সরাসরি সংযুক্ত রয়েছে। বিলটিকে চাষাবাদের উপযোগী করতে এবং বিলের পানি বের করতে এই খাল গুলো প্রধান মাধ্যম হিসাবে কাজ করে। এই খাল গুলোর মধ্যে একটি অন্যতম খালের অবস্থান মশুনদিয়া, নাচুনিয়া খাল। এই খালের উৎসমুখ মশুনদিয়া হাট সংলগ্ন। ভূতিয়ার বিলের জলাবদ্ধতা নিরসনে এই মশুনদিয়া খালে একটি বাধ তৈরি করা হয়েছিল। কিন্তু গত ২৬/০৫/২০২১ তারিখ রাতের অন্ধকারে কতিপয় দুর্বৃত্তের দ্বারা এই খালের বাধ কেটে দেয়া হয়। যার ফল স্বরুপ প্রবল বেগে জোয়ারের লোনা পানি ঢুকে পড়ে ভূতিয়ার বিল তথা এর আশপাশের এলাকায়। ফলে এলাকার প্রায় শতাধিক মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া মিঠা পানির মৎস্য ভান্ডার বলে খ্যাত ভূতিয়ার বিলের বেশ কয়েকটি প্রজাতির মাছ লোনা পানির প্রভাবে মারা যাচ্ছে। ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বাধের পার্শ্ববর্তী বসবাসরত স্বার্থান্বেষী কারো উদ্যোগে এই ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী ধারনা করছেন। ক্ষুদ্র স্বার্থে করা এই অপূরণীয় ক্ষতির জন্য এলাকাবাসী এই অপকর্মের সাথে জড়িত সকললের বিচার চান। এই খালে একটি পরিকল্পিত ও স্থায়ী বাঁধ তৈরি করা এখন এলাকার মানুষের অস্তিত্বের দাবি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ