প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২২ , ৬:২৪:১০ প্রিন্ট সংস্করণ
খুব ইচ্ছা করে
কবি সাহিত্যিকদের মতো হতে; নিঃসংকোচে
হৃদয়ের সমস্ত কথা বলে যেতে, অকপটে
কাব্যে নয়তো উপন্যাসে।
ইচ্ছা করে রবীন্দ্রনাথ হতে;
শেষের কবিতার অমিত-লাবন্যের মতো করে
হাজার বালক-বালিকার কাহিনী গুণকথন করতে।
কিংবা পোস্ট মাস্টার ও বালিকা রতনের সুগভীর
আত্মার সম্পর্ক বর্ণনা করতে।
ইচ্ছা করে জসীম উদ্দীন হতে;
পল্লীগাঁয়ের রাতের আাঁধারে কাঁনাকুঁয়োর ডাকে
বৃষ্টির ঝঁনঝনি শব্দে হারিয়ে যেতে।
ইচ্ছা করে আমার জীবনানন্দ হতে;
আবার আসিব ফিরে ঢাকা ছেড়ে এই গ্রাঁমে
দেয়াল না সেখানে বেড়ার ফাঁকে সূর্যের
কিরণে রোজ সকালে ঘুম ভাঙবে।
খুব ইচ্ছা করে নজরুল হতে;
সকল অভিযোগ অপবাদ আর শোষণ থেকে
মুক্তি পেতে বজ্রকণ্ঠে প্রতিবাদ করতে।
ইচ্ছা করে খুব ভালো একজন মানুষ হতে;
হিংসা-বিদ্বেষ আর রাগ অভিমান ভুলে
মনের সমস্ত কলুষ দূর করে
সবাইকে আপন ভেবে ভালোবাসতে।
লেখক:মোজাহিদুল ইসলাম
কম্পিউটার অপারেটর ,
সেতু মন্ত্রনালয়।