প্রতিনিধি ২৯ মে ২০২১ , ৩:৪৮:৫৯ প্রিন্ট সংস্করণ
ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনা জেলার কয়রা উপজেলায় গত বুধবার ও বৃহস্পতিবার দুই দফা বেড়িবাঁধ ভেঙ্গে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়। ফলে জলাবদ্ধতায় থমকে যায় জনজীবন।জলবদ্ধতার মধ্যে গতকাল শুক্রবার হাঁটু পানিতে দাড়িয়ে জুমার সালাত আদায় করেন এলাকাবাসী।নামাজ শেষে তারা টেকসই বেড়িবাঁধ নির্মানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জোর দাবি জানান।