প্রতিনিধি ২৬ আগস্ট ২০২২ , ২:২৬:২৫ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আঃলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোলাপড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও সাবেক প্যানাল চেয়ারম্যান সহিদুল ইসলাস লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, বিশেষ অতিথি ছিলেন, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম শামীম,মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মামুন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ ও রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান বারেক খান বারি, কোষাধ্যক্ষ মফিদুল মাস্টার,
সদস্য আব্দুল মাবুদ মিয়া,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন, রাশেদুল ইসলাম রোমেন সাবেক ধর্ম বিষয়ক উপ কমিটির সদ্যস,উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কুতুব মৃধা, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্মসাধারণ সম্পাদক রাজিব ঘোষ ও বিভিন্ন ইউনিয়ন এর নেতৃবৃন্দ।