• Uncategorized

    কোম্পানীগঞ্জ দলইর গাঁও আন্তঃগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরনী সম্পন্ন

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ৫:২২:৩৯ প্রিন্ট সংস্করণ

    কোম্পানীগঞ্জ দলইর গাঁও আন্তঃগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরনী সম্পন্ন সিলেটের কোম্পানীগন্জ দলইর গাঁও আন্তঃগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় বিজয়ী হয়েছেন জাহেদ-কাইয়ুম জুটি। শুক্রবার ২২ জানুয়ারী রাত ৮ ঘটিকার সময় স্হানীয় উপজেলার দলইর গাঁও মাঝপাড়া নতুন মসজিদ সংলগ্ন আন্ডারগ্রাউন্ড আউটডোর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    খেলায় চুড়ান্ত বিজয়ী হয়েছে অলটাইম হিটার্স এবং রানার আপ হয়েছে ফ্রেন্ডস ফাইটার। তৃতীয় স্থান অর্জন করেছে ভাই ভাই হিটার্স। প্রথম পুরষ্কার হিসেবে অলটাইম হিটার্সের জাহেদ-কাইয়ুম জুটি ২৬” ইঞ্চি দুইটি আকর্ষণীয় ডিজিটাল ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ফ্রেন্ডস ফাইটার এর মুস্তাক-মিনহাজুল জুটি ২০” ইঞ্চি দুটি আকর্ষণীয় ডিজিটাল ট্রফি এবং ৩য় পুরষ্কার হিসেবে ভাই ভাই হিটার্স এর রানা-সালমান জুটি দুটি ১৬” ইঞ্চি ডিজিটাল ট্রফি অর্জন করে।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী।
    বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক আব্দুল মালিক মানিক, ইমরান আহমদ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন,এসময় উপস্হিত ছিলেন মর্নিংবার্ড প্রি-ক্যাডেট একাডেমির সভাপতি সাইফুল আলম, মর্নিং বার্ড একাডেমির সহ সভাপতি লুৎফুর হক কাওছার, মর্নিং বার্ড একাডেমির স্বত্বাধিকারী সদস্য ফয়জুর রহমান, দরবেশ মিয়া, কোম্পানীগঞ্জ সমাজ কল্যাণ প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহ আহমদ, দলইর গাঁও ছাত্র পরিষদের সাবেক সহ সভাপতি আশরাফ জামান, ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, দলইর গাঁও নিউজ ডটকমের সম্পাদক নূরুল মুত্তাকিন, আন্তঃগ্রাম ব্যাডমিন্টন টুর্নামেন্টের বাস্তবায়ন কমিটির প্রধান নাজিমুজ্জামান, ছাত্র পরিষদের সহ ক্রীড়া সম্পাদক আবুল কাশেম, সদস্য জয়নুল আবেদীন, আনোয়ার হোসেন, তুফাজ্জল হক তানবীর, মুস্তাক আহমেদ, অলিউর রহমান প্রমূখ।
    টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন সৌদি আরব প্রবাসী আরেফিন মিজান, তুর্কী প্রবাসী আশরাফ আলী, বাহরাইন প্রবাসী আল আমিন, সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিন সহ ক্রীড়া প্রেমিক দেশ বিদেশের সকল গণ্যমান্যব্যক্তিবর্গ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ