• রাজশাহী বিভাগ

    কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ২:৩২:৩৯ প্রিন্ট সংস্করণ

    সৈয়দ মাহমুদ শাওন-রাজশাহী প্রতিনিধি:

    কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে রাজশাহী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর মেডিকেল ঘোষপাড়া মোড় থেকে শুরু হয়ে লক্ষিপুর মোড় প্রদিক্ষণ করে আবারো মেডিকেল ঘোষপাড়া মোড়ে এসে শেষ হয়। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

    রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ হাসিবুল হাসান শান্ত’র নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি নির্বাচিত করেছেন। এ জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    এ সময় জেলার নয়টি উপজেলা ও বিভিন্ন কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের প্রায় কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা মিছিলে শিক্ষা- শান্তি- প্রগতি- ছাত্রলীগের মূলনীতি। শেখ- শেখ- শেখ মুজিব, লও- লও- লও- সালাম। আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে স্লোগানে মুখরিত হয় শহরের প্রধান প্রধান সড়ক।

    উল্লেখ্য, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে বেরিয়ে আওয়ামী লীগ সভাপতির পক্ষে এ কমিটির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের কাউন্সিল হয়। ওই দিন কমিটি ঘোষণা না করে পরে করা হবে বলে জানানো হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ