প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২২ , ৩:২০:১৩ প্রিন্ট সংস্করণ
মোঃ লুৎফর রহমান লিটল-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাস্তাঘাট ও গ্রামের সর্বত্র কৃষ্ণচূড়া ফুলে ছেয়ে গেছে। এছাড়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল ও উপজেলা পরিষদের আঙিনায় শোভা পাচ্ছে ফুলটি। এর চোখ ধাঁধানো সৌন্দর্য থেকে চোখ ফেরানো দায়।স্থানীয়রা জানান, কৃষ্ণচূড়া ফুল লাল ও হলুদ রঙ্গের হয়ে থাকে। আমরা না জেনে একে কৃষ্ণচূড়া বলে থাকি। লাল রঙ্গের ফুলকে কৃষ্ণচূড়া ও হলুদ রঙ্গের ফুলকে রাধাচূড়া বলা হয়। তবে হলুদ রঙ্গের রাধাচূড়া এখন তেমন দেখা যায় না বলেই চলে।
আমাদের দেশে এপ্রিল-মে মাসে এই ফুল ফোটে। এর গাছ খুব একটা বড় হয় না। তবে ডালপালা পাইকর গাছের মতো অনেক জায়গা পর্যন্ত বিস্তৃত থাকে।সরকারি আকবর আলী কলেজের ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, যেদিকে তাকাই শুধু চোখে পড়ছে কৃষ্ণচূড়া ফুলের লাল আভা। প্রকৃতি যেন ফিরে পেয়েছে নতুন রূপ।রায়হান সরকার নামের এক শিক্ষার্থী বলেন, অন্য বছরের তুলনায় এবছর কৃষ্ণচূড়া ফুল অনেক বেশি ফুটেছে। আমরা এর সৌন্দর্য ধরে রাখতে নানা দৃশ্য ক্যামেরাবন্দী করছি।