মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ২২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বিকাল ০৩:৩৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০০ (একশত) পিছ টাপেন্টাডল ট্যাবলেট, যাহার মূল্য আনুমানিক ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা সহ ০২ জন আসামী ১) রাহুল উদ্দিন(২৩), পিতা-মোঃ বাবু মন্ডল, সাং-মহেশকুন্ডি, থানা-দৌলতপুর এবং ২) মোঃ সোহেল রানা(২৪), পিতা-মোঃ কাজল আলী বিশ্বাস, সাং-কালোয়া (স্কুলপাড়া), থানা-কুমারখালী, উভয় জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীদেরকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.