প্রতিনিধি ৫ মার্চ ২০২১ , ৪:৫৭:৩৯ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া দৌলতপুর থানার উদয়নগর চিলমারীর চরে জমি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো দিলা ব্যাপারীর সাথে রহমান দর্জির। এলাকা বাসীর সূত্রে জানা যায়, দৌলতপুর থানার উদয়নগর চিলমারী এলাকায় দিদার ব্যাপারি( ৩২) পিতা মোঃ দিনু ব্যাপারি পাশে বাঘা থানাধীন চৌমাদিয়া সাকিনস্থ ফাঁকা মাঠে ঘাস কাটা অবস্থায় মজনু দর্জি উপস্থিত হয়ে গালিগালাজ শুরু করে ও ঘটনা স্থান থেকে ঘার ধাক্কা দিয়ে তারিয়ে দেয়। পরে দিদার ব্যাপারি ফিরে এসে মোঃ দিলা ব্যাপারি সহ কয়েকজন কে ঘটনাটি জানায় এবং ২৮/০২/২০২১ ইং তাং বেলা ১১ টার সময় দিলা ব্যাপারি, ভাতিজা জুয়েল রানা( ১৫),পিতা জলিল ব্যাপারি,আনার ব্যাপারি (৪০),ছোট ভায়ের বৌ মোছাঃ চাঁনভানু (৩৬) ও সেন্টু( ২৫) বিষয়টি জানতে মজনু দর্জির কাছে পৌঁছায় ঠিক তখন-ই মজনু দর্জি তার সাথে থাকা ১. মোঃ রহমান দর্জি ২. ইয়ার হোসেন দর্জি ৩.রুবেল দর্জি ৪. ছলেমান দেওয়ান ৫. ইয়াছিন দেওয়ান ৬. ইব্রাহিম দেওয়ান ৭.কবির দেওয়ান সর্ব পিতা মো হাবু দেওয়ান ও ৮. শাহ আলম দর্জি, ৯.শামিম দর্জি সহ আরো অজ্ঞাত বেশ কিছু লোক হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্র লাঠি, লোহার রড,ফালা,শড়কি,হাসুয়া,রামদা,ও আগ্নে অস্ত্র ইত্যাদি দিয়ে হাতে থাকা রড ও ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করতে থাকে। পরে তাদের হাতে থাকা আগ্নেঅস্ত্র দিয়ে ফাঁকা ফায়ার করে এলাকায় এাস সৃষ্টি করে,পরে আমাদের বাড়ির ভেতরে গিয়ে গরু ছাগল, টাকা পয়সা ও স্বর্ন অলংকার লুট করে চলে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় জুয়েল রানা,নাছিমা, চাঁন বানু, সিন্টু ও আনার ব্যাপারিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতেলে ভর্তি করা হয়। এবং ঘটনা স্থানে গিয়ে দেখা যায় ভুক্তভোগীরা প্রায় অর্ধশত পরিবার ঘর ছারা, মজনু দর্জি ও রহমান দর্জি গং দের ভয়ে। এ রিপোর্ট লেখা পর্ষন্ত দিলা ব্যাপারি বাদি হয়ে দৌলতপুর থানায় আসামি দিং এর নামে একটি অভিযোগ দায়ের করার পস্তুতি নিচ্ছিলেন।