মো তানভীর হোসাইন সদর কুষ্টিয়া প্রতিনিধি
:গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার বেলা ১২ টার সময় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ র্যাব-১২ কুষ্টিয়ার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান তার লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।
আটককৃতরা হলো কুষ্টিয়া সদর উপজেলার জগতি এলাকার মৃত আব্দুর রশিদ এর কন্যা রেহেনা আক্তার বুড়ি (৪০) চৌড়হাস ফুলতলা এলাকার আবু জাফর আলীর কন্য কুসুম খাতুন কাজল (২৫) একই এলাকার আশরাফ আলীর পুত্র তরিকুল ইসলাম(৩০) মৃত আব্দুর রশিদের পুত্র রাসেল আহাম্মেদ (৩০) কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আইয়ুব মালিথার পুত্র আলেক চাদ (২৪) ডিসি কোট এলাকার রফিকুল ইসলামের পুত্র আবির হাসান স্বাধীন (১৯) জগতি এলাকার ঝনটু শেখের পুত্র পারভেজ শেখ।
র্যাব-১২ কুষ্টিয়ার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার ইলিয়াস খান তার লিখিত বক্তব্যে বলেন, একটি প্রতারক চক্র বিভিন্ন সময়ে নারীদের দিয়ে অনৈতিক কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে জিম্মি করে, তাদের অন্তরঙ্গ মুহুর্তের ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে ধারাবাহিক ভাবে তাদের কাছে থেকে নগদ টাকা চাদাবাজী করে আসছিলো।
এমন ঘটনা জানার পর র্যাব সদস্যরা ওই চক্রকে ধরার জন্য ফাদ ফেতে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিত্বে কুষ্টিয়ার জগতি এলাকার প্রতারক দলের সদস্য রেহেনা আক্তারের বাড়ীতে অভিযান চালায় র্যাব। এসময় সেখানে অনৈতিক কাজের প্রলোভনে ডেকে এনে জিম্মি করা দুই যুবককে উদ্ধার করে র্যাব। এবং প্রতারনার সময় হাতে নাতে প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা তাদের অপরাধের কথা স্বীকার করে। এবং দীর্ঘদিন যাবৎ তারা এই কাজ করে আসছে বলেও তারা র্যাবের কাছে তথ্য দেন। পরে আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সৌপর্ধ করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2024 alokito71sangbad. All rights reserved.