• Uncategorized

    কুষ্টিয়ায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার এবং ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

      প্রতিনিধি ৪ নভেম্বর ২০২২ , ৩:৪০:০৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    কুমারখালী থানার এসআই(নিঃ)/দিপংকর দাস সঙ্গীয় ফোর্সসহ কুমারখালীথানার জিডি নং-১৩৫৯, তাং-৩০/১০/২০২২ খ্রিঃ মূলে কুমারখালী থানা এলাকায় জরুরী ডিউটি,W/A তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযানকরাকালীন সময় ইং-৩০/১০/২০২২ তারিখ বিকাল ১৭:১০ ঘটিকার সময় কুমারখালী বাসষ্ট্যান্ডেঅবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুমারখালী থানাধীন বাটিকামারা গ্রামস্থ(তরুণ মোড় সংলগ্ন) জনৈক মিঠুন কুমার শর্মা (৩৫) এর মোটর সাইকেল গ্যারেজের সামনে পাকারাস্তার পাশে কয়েকটি চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের প্রেক্ষিতেএকই তারিখ বিকাল ১৭:২০ ঘটিকার সময় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে৫/৬ জন লোক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মোঃ লিটন হোসেন(২৭), পিতা-মৃত সামছুদ্দিন, সাং-সদকী চরপাড়া, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে ধৃতকরে এবং তার সহযোগি চোরাই মোটরসাইকেল ক্রয় বিক্রয় চক্রের ০২ জন সদস্য (১) জুলফিকারআলী (২৭), পিতা-সফি উদ্দিন, সাং-মাঝিলা, থানা-ইবি, (২) মোঃ মনিরুল ইসলাম ওরফে গেদা(৩০), পিতা-মৃত মাহাতব মিস্ত্রী, সাং-চর মিলপাড়া, থানা-কুষ্টিয়া সদর, উভয় জেলা-কুষ্টিয়াসহঅজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যায়। ধৃত আসামী মোঃ লিটন হোসেন এর হেফাজতে থাকা এবং তার সহযোগিবর্ণিত আসামীদের ফেলে যাওয়া ০৩ টি চোরাই মোটর সাইকেল যথাক্রমে (ক) একটি পুরাতন লাল-কালোরংয়ের নাম্বার পেলেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- JZXWMK19478, চেসিস নং- PSUB44BY5MTM27679, মূল্য অনুমান-১,০০,০০০/-(একলক্ষ) টাকা, (খ) একটি পুরাতন লাল রংয়ের নাম্বার পেলেট বিহীন ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল,যাহার ইঞ্জিন নং- JBZWDH83252, চেসিস নং- MD2A14AZ7DWH96073, মূল্য অনুমান-৮০,০০০/-(আশি হাজার)টাকা, (গ) একটি পুরাতন সিলভার ব্লু রংয়ের নাম্বার পেলেট বিহীন Apache RTR 160 4V মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- CE7NM2601336, চেসিস নং- PS637AE73N6F76520 মূল্য অনুমান-১,৫০,০০০/-(এক লক্ষপঞ্চাশ হাজার) টাকা মূল্যের চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক ইং-৩০/১০/২০২২ তারিখ বিকাল১৭:৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন।

    পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করিয়া এসআই(নিঃ)/দিপংকরদাস সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামী মোঃ লিটন হোসেন সহ চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় চক্রেরসদস্য মোঃ মনিরুল ইসলাম ওরফে গেদাকে গ্রেফতার ও চোরাই মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যেকুষ্টিয়া, চুয়াডাঙ্গায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ইং ৩১/১০/২০২২ তারিখ১৬:০০ ঘটিকার সময় পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সহায়তায় মাঝিলা গ্রামস্থ জুলফিকার এরবাড়িতে অভিযান পরিচালনা করে জুলফিকার আলী (২৭), পিতা-সফি উদ্দিন, সাং-মাঝিলা, থানা-ইবি,জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার পূর্বক তার বাড়ির খড়ির ঘরে থাকা একটি পুরাতন লাল রংয়ের নাম্বারপ্লেট বিহীন ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- JBZWCD20780, চেসিস নং- MD2A14AZ9CWD91394, মূল্য অনুমান-৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধার পূর্বক একই তারিখ১৬:১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে।

    এসআই(নিঃ)/দিপংকর দাস পূনরায় সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামী মোঃ লিটনহোসেন, জুলফিকার আলীদ্বয়ের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ইং ০১/১১/২০২২ তারিখ ০১:৩০ঘটিকার সময় ঝিনাইদহ সদর থানা এলাকার সম্ভাব্য স্থানে মোঃ মনিরুল ইসলাম গেদাকে গ্রেফতারেরচেষ্টা করে। অভিযান পরিচালনাকালে ধৃত আসামীদ্বয় জানায় যে, তারা পরষ্পর যোগসাজস করেএকটি পুরাতন চোরাই ১২৫ সিসির ডিসকাভার মোটর সাইকেল REDX পার্সেল সার্ভিস কুষ্টিয়া এর মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে জনৈক আসামীশাহিন, চকোরিয়া, কক্সবাজারে প্রেরণ করেছে। আসামী মোঃ লিটন হোসেন REDX পার্সেল সার্ভিস কুষ্টিয়া এর নিজস্ব প্যাডের CN No-714056 পার্সেল বুকিং স্লিপটি প্রদান করে। REDX পার্সেল সার্ভিস কুষ্টিয়ার কর্মকর্তাকে আসামীর দেওয়া REDX পার্সেল বুকিং স্লিপ দেখালে ইং ২৭/১০/২০২২ তারিখ মোটর সাইকেলটি জনৈকআসামী শাহিন চকোরিয়া, কক্সবাজার ঠিকানায় পার্সেল এর বিষয়ে সত্যতা পাওয়া যায়। মোটর সাইকেলটিচোরাই বিধায়, পার্সেল ফেরত আনার বিষয়ে উক্ত কর্মকর্তাকে বললে তিনি কুষ্টিয়ার এরিয়াম্যানেজার এর সাথে কথা বলে ডেলিভারীকৃত চোরাই মোটরসাইকেলটি ফেরত আনার ব্যবস্থা করেন।চোরাই মোটর সাইকেল চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারের চেষ্টাকালে ইং ০৩/১১/২০২২ তারিখREDX পার্সেল সার্ভিস কুষ্টিয়া অফিস হতে মোবাইলফোনের মাধ্যমে জানায় যে, চকোরিয়া প্রেরিত চোরাই মোটর সাইকেলটি ফেরত এনেছে। উক্ত অফিসহতে একটি পুরাতন লাল-কালো রংয়ের নাম্বার পেলেট বিহীন ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল,যাহার ইঞ্জিন নং- JZXWNK04665, চেসিস নং- PSUB44BY0NTA13407, মূল্য অনুমান-১,০০,০০০/-(এক লক্ষ) টাকা মূল্যেরচোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক ইং-০৩/১১/২০২২ তারিখ ১৫:৩০ ঘটিকার সময় জব্দ তালিকামূলে জব্দ করে।

    ধৃত আসামীঃ ১) মোঃ লিটন হোসেনএর পিসি/পিআর (০১টি খুনসহ ০২টি মারামারি মামলা আছে)।
    (১) কুমারখালী থানার মামলা নং-৯(০৫)২০২০খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/ ৩২৬/৩০৭ /৩০২/৩৪/১১৪ পেনাল কোড;(২) কুমারখালী থানার মামলা নং-৮(০৫)২০২০খ্রিঃ, ধারা- ১৪৩/৩২৩/৩২৬/৩০৭/ ৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড;(৩) কুমারখালী থানার মামলা নং-৩১(০৮)২০২০খ্রিঃ, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/ ৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড।

    ধৃত আসামীঃ ২) জুলফিকার আলী এরপিসি/পিআর (০১টি মাদক ও ০১টি নাশকতা মামলা আছে)।
    (১) ইবি থানার মামলা নং-৬(০৭)২০২০খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/৪১;(২) ইবি থানার মামলা নং-৭(০১)২০১৫খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)

    এতদসংক্রান্তে কুমারখালী(কুষ্টিয়া) থানার মামলা নং-০৬, তারিখ-০৪/১১/২০২২খ্রিঃ, ধারা-৪১১/৪১৩/৩৪ পেনাল কোড রুজুকরা হয় এবং ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

    বিষয়টি অদ্য ০৪/১১/২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, আরওআই, রির্জাভ অফিস, অফিসার ইনচার্জ, কুমারখাী থানা, কুষ্টিয়াসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সসহ ইলেক্ট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ