প্রতিনিধি ১০ মার্চ ২০২১ , ২:৩৩:৫৬ প্রিন্ট সংস্করণ
রাসেল আহম্মেদ কুষ্টিয়া সদর
কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের ব্রাক এনজওি এর বিরুদ্ধে গ্রাহকরে টাকা আত্মসাৎ করার অভেিযাগ উঠেছে।
অভিযোগকারী মোঃ শাহাদত হোসনে পিতা মোহাম্মদ আজিমুল ইসলাম । গ্রাম-জগন্নাথপুর থানা ও জেলা কুষ্টিয়া । তিনি জানান, যে ব্র্যাক এনজওির এক র্কমর্কতা মোঃ মনোজ ইসলাম গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তিনি গ্রাহকদের বইতে টাকা তুলে না দিয়ে নিজে আত্মসাৎ করে। গ্রাহক তাকে নজিরে পাস বহিতে টাকা তোলার কথা বললে তিনি বলেন পরে তুলে দেব। কিন্তু‘ পরর্বতীতে কোনরকম টাকা-পয়সার লেনদেন তার হিসাবের বইতে লিপিবদ্ধ করে না।
ভুক্তভোগী শাহাদত হোসনে আরও বলেন ব্র্যাক এনজিও র্কমর্কতা মোঃ মনোজ হোসেন কে প্রথম পর্যায়ে ১০ হাজার টাকা এবং পরর্বতীতে ২৩০০০ টাকা পরিশোধ করার পরেও তার বইতে কোন রকম টাকা পরিশোধ হয়নি বলে ম্যনেজার সোহলে রানা শাহাদাত হোসেন জানান । পরর্বতীতে শাহাদত বিষয়টি জানতে পেরে ম্যানজোর সোহেল রানার কাছে গেলে তিনি শাহাদাতকে বলেন আমরা আপনার বইতে কোন টাকা জমা পাই নাই তাই আপনাকে বাকি টাকা জমা দিতে হবে।পরর্বতীতে স্থানীয় কিছু লোকজনদের মাধ্যমে শাহাদত ম্যানেজারের কাছে গেলে ম্যানেজার বলে যে ঠিক আছে বিষয়টা আমি দেখছি। ভুক্তভোগী শাহাদত আরো জানায় যে তিনি আজ থেকে আট দশ বছর আগে এই ব্রাক এনজিও থেকে ঋণ নেন এবং ঠিক সময়ে তা পরিশোধ করে দনে। তিনি আরও জানান যে আমি ম্যানেজারের কাছে ঋণ নেওয়ার জন্য গেলে তিনি আমাকে বিভিন্ন উপায় বলে এটা হেড অফিসের দ্বায়িত্ব তাই আপনার ঋণ হেড অফিস পাস করয়ে দেবে।ভুক্তভোগী শাহাদত অনেক কষ্ট করে লোকজনের কাছ থেকে টাকা ধার নিয়ে এনজিও তে জমা দিলেও তার ঋণের কোন দেখা মেলেনি এ ব্যাপারে ম্যানেজার সোহেল রানার কাছে জানতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলে মাঠ দিয়ে দৌড়ে পালায়।