• আইন ও আদালত

    কুষ্টিয়া জেলায় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

      প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ১:২৯:৪১ প্রিন্ট সংস্করণ

    মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া:

    সোমবার (০৪ নভেম্বর’২৪ খ্রি.) কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা সেপ্টেম্বর-২০২৪ এর প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত প্রার্থীদের ১ম দিনে “শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ” পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব জনাব মোঃ মিজানুর রহমান পুলিশ সুপার, কুষ্টিয়ার সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের অফিসার- ফোর্স স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। উক্ত নিয়োগ পরীক্ষায় পুলিশ হেডকোয়ার্টার্স এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা জনাব মোহাম্মদ মোতাজ্জের হোসেন ও সহকারী পুলিশ সুপার (ফিন্যান্স) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা, জনাব মুসফিক খান ।

    আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) কুষ্টিয়া, নিয়োগ বোর্ডের সদস্য সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান, বিপিএম, মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) জনাব আব্দুল করিম, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবু রাসেল, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ,কুষ্টিয়া জনাব ডাঃ আব্দুল্লাহ আল রশিদ, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল, কুষ্টিয়া, জনাব ডাঃ শারমিন জাহান সুরভী । নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ১ম দিনে উত্তীর্ণ প্রার্থীদের ২য় দিনের জন্য শুভকামনা জানিয়ে ১ম দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ